সর্বশেষসারাদেশ

ফৌইজদারী আইন অমান্য করে সালাম সরদারের বিল্ডিং স্থাপন

নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর গ্রামের সালাম সরদার (মাষ্টার) গং অবৈধ্যভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দালান করেন। মোঃ নুরুল ইসলাম হাওলাদার আমাদের প্রতিনিধিকে জানান তিনি বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে জমি জমার দখলকে কেন্দ্র করে ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। এম.পি কেস নং- ১০৭/২০২৬ (মুলাদী) ।
বিষয়: বিবাদীরা যাহাতে বাদীপক্ষের মালিকানাধীন স¦ত্ব ও ভোগ দখলীয় তফছিল বর্নিত সম্পতিতে অনাধিকার প্রবেশ করিয়া বাদীর পক্ষের শান্তি পূর্ন ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি করিতে না পারে, মাটি, বৃক্ষ কর্র্র্তৃন করিয়া বিরোধীও ভূমির পরিবর্তন পরিবর্ধন করিতে না পারে, জোর পূর্বক ঘর উত্তলোন করিতে না পারে কিংবা বেচা বিক্রি করিতে না পারে তৎমর্মে ফৌজদারী কার্য্যবিধির ১৪৪/১৪৫ ধারার বিধান মতে বিবাদীদের বিরুদ্ধে নিশেধাজ্ঞা আরোপের প্রার্থনা করেন। বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত থেকে মুলাদী থানার ওসি কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুমতি দিয়েছেন যার স্মারক নং- ২০৩ তাং ২১-০১-২০২৬ ইং।
মুলাদী থানা কর্তৃপক্ষ বোয়ালিয়া পুলিশ ফাড়িতে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে ফাড়ির এ এস আই আনোয়ার হোসেন নোটিশটি ২৩-০১-২০২৬ ইং তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় ঘটনা স্থলে গিয়ে দালানের কাজ বন্ধ রাখার নোটিশ প্রদান করেন। তখন উপস্থিত ছিলেন নুরুল ইসলাম হাওলাদারের মামালার বিবাদী আঃ সালাম সরদার, পিতা মৃতঃ জয়নাল সরদার। পুলিশের নোটিশ পাইয়া কাজ বন্ধ রাখেন, যাহা নোটিশে মামলার বিস্তারিত উল্লেখ রয়েছে। পুলিশ চলিয়া গেলে পুনরায় কাজ চালু করেন এবং নুরুলইসলাম হাওলাদারকে বিভিন্ন ভাবে হয়রানীর হুমকি দেয় সালাম সরদার (মাষ্টার) গং।
মামলায় উল্লেখিত নুরুলইসলাম হাওলাদারের দাবি কৃত জমি যাহাতে পাইতে পারে তার সু-ব্যাবস্থা পাওয়ার জন্য যথাযথ কৃর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন নুরুলইসলাম হাওলাদার। সালাম সরদার (মাষ্টার) গং নুরুলইসলাম হাওলাদারের দেওয়া তথ্যর ভিন্ন মত প্রকাশ করেন। যথাযথ কৃর্তৃপক্ষের সুষ্ঠতদন্তে ঘটনার মূল রহস্য প্রকাশ পাবে বলে মত ব্যাক্ত করেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে।

আরও সংবাদ

Back to top button