
এম এ গফুর মোল্লা/ মোঃ সোলাইমান
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্ব পালনে এলাকাবাসী আনন্দিত।
জানাগেছে বর্তমানে নির্বাচনকে সামনে রেখে এলাকায় মাদক, ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার, চুরি, ছিন্তাই প্রতিরোধে ক্যাম্পে নৈশ্যকালীন টহন প্রদান করে আসছেন এতে সাধারন মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে জানান, ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সনজিব (ইনচার্জ) বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি, আনছার আলী (এস আই), মাহাবুব হোসেন (এস আই), মোঃ মজিববর রহমান (এস আই), মোঃ আনোয়ার হোসেন (এস আই), মোঃ অহিদুজ্জামান (এ এস আই) এদের পরিচালনায় ফাড়ির সকল পুলিশ সদস্যগন বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক দ্বায়িত্ব পালনে, আ’লীগ অনেক নেতাদের সমস্যা দেখাদিয়েছে।
আ’লীগ নেতারা বিএনপি, জামাত, নেতাদের সাথে আত’ আত মিলানোর পায়তারা চালাচ্ছে। বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার বৃন্দরা তাদের আইন পালন রক্ষায় কোন নেতা-নেত্রীর তোয়াক্কা করেন না। ন্যায্য এবং সত্য প্রমান জেনে দ্বায়িত্ব পালনে অটল থাকে। এস আই মাহাবুব ও এ এস আই আনোয়ার হোসেন বলেন পুলিশ সাধারন মানুষের সেবার লক্ষ্যে দ্বায়িত্ব পালন করে আসছে।
বোয়ালিয়া পুলিশ ফাড়ি এলাকায় অপকর্ম, অন্যায় করে পুলিশের হাত থেকে কেউ রক্ষা পবে না। বর্তমান প্রেক্ষাপটে আ’লীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পুলিশের ভয়ে পালিয়ে বেরাচ্ছে।
সেনাবাহিনীর টহল ও বোয়ালিয়া পুলিশ ফাড়ি কর্তৃপক্ষের আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্ব পালনে সাধারন মানুষ শান্তিপূর্নভাবে জীবনযাপন করছে।




