সারাদেশ

বহিস্কার আদেশ প্রত্যাহার পদ ফিরে পেলেন বিএনপি নেতা আতঙ্কে মালতি রানী

স্টাফ রিপোর্টার বরিশালে হামলা ও দোকান ভাঙচুরের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট লিখিত আবেদন করেছেন ৭৫ বছর বয়সী মালতী রানী নাথ। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান না পেয়ে তিনি ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আবেদন জমা দেন।
আবেদনে মালতী রানী নাথ উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট তার ওপর হামলা ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু এবং তার বড় ভাই জামাল হোসেন নোমান জড়িত বলে তিনি অভিযোগ করেন। বয়স ও শারীরিক দুর্বলতার কথা তুলে ধরে তিনি দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবির লিংকুর বিরুদ্ধে জারি করা বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আরও সংবাদ

Back to top button