সর্বশেষসারাদেশ

দেবরের টানে ২ সন্তান রেখে স্বামীকে তালাক!

মুলাদী প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন ব্রজোমোহন গ্রামের মোবারক সরদারের মেজো ছেলে সজিব-এর স্ত্রী নিলুফা (২ কন্যা সন্তানের মা) স্বামীর ছোট ভাই রাজিবের সাথে অনুমান ৪ মাস পূর্বে সংসার ও (২ কন্যা সন্তান) মারিয়া (৯), ফাতেমা (৪)-কে শশুর-শাশুরী নিকট রেখে পালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় লোক কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের প্রতিনিধিকে জানান, ঘটনার সরজমিনে গেলে মেয়ে মারিয়া বলেন তার মায়ের সাথে রাজিবের অবৈধ উঠাবসা করতে দেখছে তাহা কারো নিকট প্রকাশ না করার জন্য তাকে মারধর করত।
নিলুফার শাশুরি জানান, সজিবকে তালাক দিয়ে তার ছোট ছেলে রাজিবের সাথে বিবাহ হয়েছে শুনেছি। এ ঘটনা নিয়ে আলোচনা সমালোচনাসহ আইনী কোন ব্যবস্থা নিলে ঘর দরজা পোড়াইয়াসহ জানমালের ক্ষয়ক্ষতি করার হুমকি দেয় নিলুফা ও রাজিব।
জীবনের ভয়ে মোবারক সরদার কোন পদক্ষেপ নিতেছেন না বলে জানা গেছে। মোবারক সরদার মৌখিক ভাবে জানান তার মৃত্যুপর্যন্ত যে তার পরিচয় রাজিব ও নিলুফা না দেয়। প্রয়োজন হলে রাজিব ও নিলুফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।
তিনি আরো জানান, সজীব নিলুফা ও রাজিবের নির্যাতনের ভয়ে বাড়ি আসছেন না। সজীবের ২ মেয়ে দাদা দাদীর সংসারে থাকে বলে জানান।

আরও সংবাদ

Back to top button