নিলয় ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলা দিন ছবিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লতিফ বেপারীর স্ত্রী রেশমা বেগম গত ৩০ আগস্ট গভীর রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
রেশমার ছেলে ইয়াসিন ১২ ও পার্শ্ববর্তী বাড়ি রেনু বেগম ওড়না ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা নামিয়েছে বলে জানায়। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, পার্শ্ববর্তী বাড়ির জাকির মাস্টার হত্যার আসামি রেশমার স্বামী লতিফ বেপারি ও তার দুই ছেলে সুমন ও সুজন জেল হাজতে থাকায় জাকির মাস্টারের লোকজনের বিভিন্ন চাপে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অনেকে ধারণা করেন।
রেশমার পিতা আব্দুল লতিফ দূরানী আমাদের প্রতিনিধিকে জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ও বোয়ালিয়া ফাঁড়ির পুলিশ ঘটনা স্থানে গিয়ে রেশমার মরা দেহের সুরা তাল উদ্ধার করে বরিশালে শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করে বলে জানা গেছে। ঘটনাটি প্রশাসনের সুষ্ঠু তদন্ত হলে রহস্যজনক জট খুলবে বলে এলাকাবাসীর ধারনা।