মো: সুজন- (নিজস্ব প্রতিনিধি):
মোসা: শিপু আক্তার আমাদের প্রতিনিধিকে লিখিত ও মৌখিকভাবে প্রত্রিকায় প্রকাশের জন্য জানান:-
আমি মোসা: শিপু আক্তার, স্বামী নুরুল হক হাওলাদার, পিতা- আ: রব সিকদার, গ্রাম:বোয়ালিয়া/ সফিপুর, ৭ নং ওয়ার্ড, উপজেলা: মুলাদী, জেলা: বরিশাল, ধর্ম : ইসলাম, জাতীয়তা: বাংলাদেশী। আমার লিখিত ও মৌখিক দেওয়া তথ্য প্রত্রিকায় প্রকাশের জন্য জানাইতেছি যে, আমার স্বামী নুরুল হক হাওলাদার, পিতা- রত্তন হাওলাদার, গ্রাম:বোয়ালিয়া, ৭ নং ওয়ার্ড , উপজেলা: মুলাদী, জেলা:বরিশাল, তার সাথে অনুমান ১৪/১৫ বছর পূর্বে ইসলামী সরাসরিয়ত মোতাবেক বিবাহ হয়।
বিবাহের পরে ১০/১১ বছর আমাদের দাম্পত্যজীবন শান্তিপূর্ন ভাবে চলে। আমাদের ২ দুইটি ছেলে সন্তান ১) ছিয়াম (১৩), ২) তরিকুল (৯)। বর্তমানে আমার স্বামী অন্য মহিলার সাথে ভালোবাসা ও পরকিয়ার চেষ্টা করছে, আমি তাহাতে বাধা দিলে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়।
এছাড়াও সে হাকিম খাঁনের ফ্রিজ চুরি করে ধরা পরে ও অবাধে চলাফেরা করে। আমি বাধা দিলে আমার মানসম্মান ও ইজ্জত নষ্ট করার জন্য লোকজন দিয়ে বহু চেষ্টা করিতেছে এবং সে অন্যত্র বিবাহ করিবে বলে আমাকে হুমকী দিয়ে আসছে,কয়েক বছর ধরে। আমার স্বামীর বিভিন্ন খারাপ কাজ করিতে আমি বাধা দিলে সে আমাকে তালাক দেওয়া সহ জান মালের ক্ষয়ক্ষতি ও আমার চরিত্র হীনতার অপবাদ দিয়ে ডিভোর্স দেওয়ার হুমকী দিয়ে আসছে।
যে কোন সময় আমার জীবন নাশসহ বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে গোপনে ডিভোর্স দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। আমার স্বামীর বিভিন্ন অন্যায় কাজ করা থেকে আমি যাহাতে মুক্তি পাই এবং আমি ও আমার ছেলেদের সহ স্বামীর সংসার করিতে ও থাকিতে পারি তাহার সুব্যাবস্থা দানে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
উরোক্ত বিষয় জানার জন্য নুরুল হকে পাওয়া যায়নাই।