নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বোয়ালিয়া পুলিশ ফাঁড়ী কর্তৃপক্ষের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে খুশি এলাকা বাসী। জানাগেছে গত ৭ জুলাই পশ্চিম বোয়ালিয়া গ্রামের মোঃ সালাউদ্দিন বেপারীর পুত্র এলাকার নামধারী চোর ও সন্ত্রাসী হাসান ওরফে হাসিব (৩০) বার্নিমদন এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাতে আছে।

বোয়ালিয়ার পুলিশ ফাঁড়ীর এস আই মাহাবুব ও এ এস আই আনোয়ার জানান সন্ত্রাসী হাসান ওরফে হাসিব বার্নিমদন গ্রামের আহসান হাবীবের বাসায় চুরির সময় আহসান হাবীবকে ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সংবাদ শুনে এলাকায় টহলরত পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে মুলাদী থানায় প্রেরন করে।

হাসান ঢাকা মোহাম্মদপুর থানার অস্র মামলায় ৭ বছর ৪ মাস সাজা খেটে দেশে আসিয়া এ অপকর্ম করে। তার নামে মুলাদী থানায় চুরি মামলা রয়েছে বলে জানাগেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান হাসানের একটি সংঘ বদ্ধ চোরের গ্রুপ রয়েছে। যেমন আঃ রহমান, দিদার ফকির, জিহাদ ফকির, মোঃ নুর হোসেন, বেল্লাল হোসেন সহ আরো অনেকে।

পুলিশ চিনহিত চোর চক্রকে গ্রেফতার করলে সাধারন মানুষ শান্তিতে ঘুমাতে পারবে বলে অনেকে মনে করেন।

Share.

Comments are closed.