রেজা হাওলাদার, মুলাদী
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বোয়ালিয়া গ্রামের সত্তার ফকিরের পুত্র দিদার ফকির সন্ত্রাসী কর্তৃক লাঞ্চিত হয়ে বর্তমানে মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে বিবাদী করে দিদারের স্ত্রী সাথী বেগম মুলাদী থানায় অভিযোগ করেছেন। সাথী বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৭ জুন শুক্রবার ২০২৫ইং সন্ধ্যায় তার স্বামী বিবাদী নুর হোসেন (৩০)-এর কাছে আসলে চুরির অপবাদ দিয়ে দিদার ফকিরকে এলোপাথারী চর থাপ্পর মারে।
তিনি আরো বলেন, আমার স্বামী দিদারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করে আসছিলো বিবাদী নুর হোসেন গংরা। সুযোগ পেয়ে তারা আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। আমার স্বামী কৌশলে পালাতে সক্ষম হলেও তাদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার বিস্তারিত বিষয় থানায় অভিযোগের কপিতে উল্লেখ আছে।
মুলাদী থানার অফিসার্স ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করে বলেন, ঘটনাটি অবগত হয়েছি। যেহেতু বিষয়টি মুলাদী থানাধীন বোয়ালিয়া পুলিশ ফাড়ির কাছেই ঘটেছে তাই বোয়ালিয়া পুলিশ ফাড়ির অফিসার্স ইনচার্জকে বিষয়টির সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বাদী যেন সঠিক ও ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
এবিষয়ে এলাকার জনসাধারণ নুর হোসেন গংদের এমন কর্মকান্ডের সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।